বিজ্ঞাপন
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে আয়োজিত এই সভায় প্রকল্পের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উন্নয়ন সংস্থা আইডিয়া-এর নির্বাহী পরিচালক নজমুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনজুরুল ইসলাম এবং অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান। সভার শুরুতেই উপস্থিত কর্মকর্তাদের পরিচিতি পর্ব সম্পন্ন হয়।
প্রকল্পের কার্যক্রম তুলে ধরে এ কে আজাদ জানান, ‘ইনক্লুসিভ ভোটার এডুকেশন’ প্রকল্পের আওতায় এ পর্যন্ত ১৮০টি উঠান বৈঠক, ৪৮টি আলোচনা সভা, ৬টি পথনাটক, ১৬টি মক ভোটিং অনুশীলন এবং ৩৫টি ফার্স্ট ভোটার ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। এছাড়া ভোটার শিক্ষা বিষয়ক ২০ হাজার লিফলেট ও ব্রোশিয়ার বিতরণ করা হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৩০ হাজার মানুষকে ভোট প্রক্রিয়া সম্পর্কে সচেতন করা হয়েছে, যা বিশেষ করে নতুন ভোটারদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হয়েছে।
মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে কিছু প্রতিবন্ধকতার কথা সভায় উল্লেখ করা হয়। চা বাগান এলাকায় বাগান পঞ্চায়েতের অনুমতি গ্রহণ, রাজনৈতিক অস্থিরতার কারণে সাধারণ মানুষকে সভায় উপস্থিত করানো এবং কর্মদিবসে বাগান শ্রমিকদের উপস্থিতি নিশ্চিত করার মতো বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
এছাড়া টার্গেট কমিউনিটির মানুষের মধ্যে শিক্ষার হার কম হওয়ায় গণভোটের মতো জটিল বিষয়গুলো বোঝাতে বেগ পেতে হচ্ছে বলে জানানো হয়।
প্রধান অতিথি মো. আলাউদ্দিন স্বল্প সময়ে এতগুলো ইভেন্ট সফলভাবে সম্পন্ন করার জন্য আইডিয়া-কে ধন্যবাদ জানান। তিনি পরামর্শ দেন যে, মাঠপর্যায়ে প্রচারণার সময় ভোটারদের অবশ্যই মনে করিয়ে দিতে হবে যেন তারা নির্বাচনের দিন আইডি কার্ডের পরিবর্তে ভোটার স্লিপ সাথে নিয়ে কেন্দ্রে যান।
তিনি আরও বলেন, ভবিষ্যতে মাঠপর্যায়ের এসব কার্যক্রমে নির্বাচন অফিসের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং এ বিষয়ে নিয়মিত তথ্য আদান-প্রদান নিশ্চিত করতে হবে।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন যে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোটের অধিকার ও প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...