Logo Logo

প্রথমআলো ট্রাস্টের কম্বল পেল নালিতাবাড়ীর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী


Splash Image

ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত সংলগ্ন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি এলাকায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও নালিতাবাড়ী বন্ধুসভার সদস্যদের ব্যবস্থাপনায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (২৪ জানুয়ারি) সকালে রামচন্দ্রকুড়া ইউনিয়নের পাহাড়ের পাদদেশে অবস্থিত পানিহাটা, বিশপনগর ও তারানি গ্রামের ২৫০ জন সুবিধাবঞ্চিত মানুষের হাতে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

নালিতাবাড়ী বন্ধুসভার সভাপতি অভিজিৎ সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সারোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রথম আলোর শেরপুর জেলা প্রতিনিধি আব্দুল মান্নান সোহেল। এছাড়া আরও বক্তব্য রাখেন বন্ধুসভার সাবেক সভাপতি আমিনুল ইসলাম এবং শুভাকাঙ্ক্ষী ফজলুল হক দেলোয়ার।

বক্তারা বলেন, সীমান্তবর্তী পাহাড়ের এই জনপদে শীতের প্রকোপ অনেক বেশি। এই সুবিধাবঞ্চিত মানুষদের কষ্ট লাঘবে প্রথম আলো ট্রাস্টের এই প্রচেষ্টা একটি মানবিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শীতের তীব্রতার মধ্যে নতুন কম্বল পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন পাহাড়ের বাসিন্দারা। ৮০ বছর বয়সী সুজিনা চিসাম বলেন, “আমরা সীমান্তের পাহাড়ের সাথে থাকি, এখানে অনেক ঠান্ডা লাগে। কম্বলটা পাওয়ায় এখন শীতের কষ্ট কম হবে।”

৭০ বছর বয়সী সেমল দিও বলেন, “সীমান্তে আমরা অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকি। আমাদের কথা মনে করে এখানে কম্বল দিতে আসার জন্য বন্ধুসভার সদস্যদের ধন্যবাদ।”

এছাড়া রাসেদা বেগম (৭০) ও আরতি মারাকসহ (৪৫) অনেকে কম্বল পেয়ে খুশিতে আত্মহারা হয়ে বাড়ি ফিরে যান।

অনুষ্ঠানে নালিতাবাড়ী বন্ধুসভার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আবু রাসেল, সহ-সাংগঠনিক লিটন দাস, দপ্তর সম্পাদক শাহীন আলম, প্রচার সম্পাদক তানিম আহমেদ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক লাবনী আক্তার, তথ্য সম্পাদক মেহেদী হাসান তুহীন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জনি হাসান এবং মর্তুজ আলী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...