বিজ্ঞাপন
শনিবার (২৪ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আরিফ-উজ-জামান, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং গোপালগঞ্জ জেলায় মোতায়েনরত সেনা ইউনিট (১৯ ই বেঙ্গল) এর অধিনায়ক লে. কর্নেল জেড এম মাবরুকূল ইসলাম, পিএসসি যৌথভাবে কোটালীপাড়া উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকৃত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে— ৬৩ নং দক্ষিণ হিরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিরণ ইসলামিয়া মাদ্রাসা, ৮৩ নং বহলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মোহাম্মদ মান্নান খান উচ্চ বিদ্যালয়।
পরিদর্শনকালে কর্মকর্তারা ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটগ্রহণের পরিবেশ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ নির্বাচন ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষ জানায়, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী সমন্বিতভাবে কাজ করছে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই এই পরিদর্শনের মূল লক্ষ্য বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...