Logo Logo

মধুখালীতে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত


Splash Image

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬-এর আওতায় ফরিদপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার সকাল ১০টায় মধুখালী উপজেলার গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা ক্রীড়া অফিসার আল-আমীন খন্দকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এরফানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি), মধুখালী, ফরিদপুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আ. আউয়াল আকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মধুখালী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহাব মোল্লা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা ক্রীড়া অফিসার আল-আমীন খন্দকার আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। নকআউট পদ্ধতিতে আয়োজিত এ প্রতিযোগিতায় মোট সাতটি স্কুলের দল অংশগ্রহণ করে।

সারাদিনব্যাপী অনুষ্ঠিত খেলায় বালক (ক) একক ও দ্বৈত ইভেন্টে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালিকা (ক) দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হয় গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়।

বালক (খ) একক ও দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হয় মথুরাপুর উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়। অপরদিকে বালিকা (খ) একক ও দ্বৈত ইভেন্টে মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয় গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি মোঃ এরফানুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন। অতিথিরা শিক্ষার্থীদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...