বিজ্ঞাপন
শনিবার (২৪ জানুয়ারি) মনোহরদী পৌরসভার ‘নিউ রিফাত স্টোর’ নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মো. আসাদ নামে এক ক্রেতা শনিবার ওই দোকানে গ্যাস সিলিন্ডার কিনতে গেলে দোকানদার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক টাকা দাবি করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে জানানো হলে মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা আদায়ের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত একটি জনবান্ধব উদ্যোগ গ্রহণ করে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই সেখানে অপেক্ষমাণ সাধারণ ক্রেতাদের কাছে তাৎক্ষণিকভাবে ৯টি গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে বিক্রি নিশ্চিত করা হয়। প্রশাসনের এমন সময়োপযোগী সিদ্ধান্তে সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে আসে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে বা ক্রেতাদের জিম্মি করে অতিরিক্ত মূল্য আদায় করার চেষ্টা করছে। এটি কোনোভাবেই বরদাশত করা হবে না। বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সাধারণ ক্রেতাদের স্বার্থ সুরক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
বাজার মনিটরিং-এর এই কঠোর অবস্থানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের ক্ষেত্রে এমন তদারকি বজায় রাখার দাবি জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...