ছবিটি এআই দ্বারা নির্মিত।
বিজ্ঞাপন
শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ি গ্রামের বাসিন্দা মো. উজ্জ্বল ফকিরের বসত ঘরের পাশে থাকা গোয়াল ঘরে কে বা কাহারা আগুন লাগিয়ে দেয়। আগুনের তীব্রতায় গরু ও ছাগল চিৎকার শুরু করলে উজ্জ্বল ফকিরের মা সেলিনা বেগম (৪৮) ঘর থেকে বের হন। তিনি গোয়াল ঘরে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার মুহূর্তেই আগুনের লেলিহান শিখা টিনের দোচালা গোয়াল ঘরটিকে গ্রাস করে ফেলে।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গোয়াল ঘরে থাকা ৩টি বড় গরু ও ২টি ছাগল আগুনে পুড়ে মারা যায়। ক্ষতিগ্রস্ত গৃহকর্তা মো. উজ্জ্বল ফকির জানান, অগ্নিকাণ্ডের এই ঘটনায় তাঁর আনুমানিক সাড়ে ৫ থেকে ৬ লক্ষ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। গবাদিপশু হারিয়ে পরিবারটি এখন দিশেহারা হয়ে পড়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সদরপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি নাশকতামূলক কোনো কর্মকাণ্ড কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। সদরপুর থানা পুলিশ জানায়, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...