Logo Logo

শৃঙ্খলা ভঙ্গের দায়ে আলফাডাঙ্গায় বিএনপির ৩ নেতা বহিষ্কার


Splash Image

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃত নেতৃবৃন্দ হলেন আলফাডাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি খুশবুর রহমান খোকন, বিএনপি নেতা রেজাউল করিম রেজা ও আলফাডাঙ্গা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সুজা।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। ফলে দলের গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। এই সিদ্ধান্ত ২৫ জানুয়ারি থেকেই কার্যকর বলে গণ্য হবে।

বহিষ্কারের পাশাপাশি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে যেন বহিষ্কৃত এই তিন ব্যক্তির সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক বা যোগাযোগ রাখা না হয়।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন জানান, দলকে সুসংগঠিত রাখতে এবং অভ্যন্তরীণ ‘চেইন অব কমান্ড’ বজায় রাখতে শৃঙ্খলাবিরোধী যেকোনো কাজের বিরুদ্ধে দল এখন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...