Logo Logo

শেখ মুজিবের করব জিয়ারতের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী সিপন ভূঁইয়ার নির্বাচনী প্রচারণা শুরু


Splash Image

গোপালগঞ্জ-২ (সদর ও কাশিয়ানীর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী সিপন ভূঁইয়া তাঁর নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন।


বিজ্ঞাপন


রোববার (২৫ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এবং প্রখ্যাত আলেম আল্লামা শামছুল হক ফরিদপুরীর (র.) কবর জিয়ারতের মাধ্যমে তিনি ভোটের লড়াইয়ে নামেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি 'ঘোড়া' প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রচারণার শুরুতে বেলা ১২টার দিকে সিপন ভূঁইয়া গওহরডাঙ্গা খাদেমুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামছুল হক ফরিদপুরীর কবর জিয়ারত করেন। এরপর তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে যান। সমাধিসৌধের মূল গেট বন্ধ থাকায় তিনি ৩ নম্বর গেটের বাইরে দাঁড়িয়ে মোনাজাত ও জিয়ারত সম্পন্ন করেন। সেখান থেকেই তিনি তাঁর প্রতীক ‘ঘোড়া’ নিয়ে স্থানীয়দের দোয়া ও সমর্থন কামনা করেন।

জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সিপন ভূঁইয়া তাঁর রাজনৈতিক লক্ষ্য ও পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, গত ৫ আগস্টের পরবর্তী সময়ে সারা দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর এবং ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তিনি গভীরভাবে ব্যথিত হয়েছেন। সেই আবেগ থেকেই তিনি জনপ্রতিনিধি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ঘোষণা দেন, “নির্বাচিত হতে পারলে গোপালগঞ্জের মাটিতে ধানমন্ডি ৩২ নম্বরের আদলে একটি স্থাপনা তৈরি করব, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারে।”

গোপালগঞ্জ-২ আসনকে রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ মাটিতে একদিকে শুয়ে আছেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু, অন্যদিকে আছেন আলেম সমাজের নক্ষত্র আল্লামা শামছুল হক ফরিদপুরী। তাঁদের প্রতি শ্রদ্ধা রেখে এলাকার উন্নয়ন এবং ঐতিহাসিক চেতনা সমুন্নত রাখাই তাঁর মূল লক্ষ্য বলে তিনি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...