বিজ্ঞাপন
শনিবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার বর্নি ইউনিয়নের দক্ষিণপাড়া মুন্সীবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ওই কিশোরের নাম রাহাত চৌধুরী (১৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে বর্নি দক্ষিণপাড়া মুন্সীবাড়ির সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল রাহাত। তার পকেটে একটি ওয়াকিটকি দৃশ্যমান থাকায় স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। এলাকাবাসী তাকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে সেনাবাহিনীর সদস্য এবং ‘গোয়েন্দা কার্যক্রমে’ নিয়োজিত রয়েছে বলে দাবি করে। তবে তার কথার সপক্ষে কোনো পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে স্থানীয় জনতা তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়।
পরবর্তীতে টুঙ্গিপাড়া ক্যাম্পের সেনাবাহিনী এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে এবং তার কাছ থেকে ব্যবহৃত ওয়াকিটকিটি উদ্ধার করে।
গ্রেপ্তার রাহাত চৌধুরী মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকূল গ্রামের দেলোয়ার চৌধুরীর ছেলে। সে বর্তমানে গোপালগঞ্জ সদর উপজেলার মৌলভীপাড়ার একটি ভাড়া বাসায় বসবাস করতো এবং শহরের একটি দোকানে কাজ করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার কিশোর দাবি করেছে সে তার এক বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছিল। তবে ভুয়া পরিচয় দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও সন্দেহজনক আচরণের অভিযোগে তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ওসি আরও জানান, মামলার প্রেক্ষিতে রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে তাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। তবে উদ্ধারকৃত ওয়াকিটকি সে কোথায় পেয়েছে এবং এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...