বিজ্ঞাপন
দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর টিআর এর গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচীর অধীনে ২০২৫-২০২৬ অর্থবছরের ১ম পর্যায়ে চরমধুয়া জাহাঙ্গীরের দোকান হইতে মনি মিয়ার বাড়ি পর্যন্ত ইটের সলিং করার কথা নামকরণ প্লেটে উল্লেখ করা হয়েছে।
চরাঞ্চলের যোগাযোগ রক্ষাকারী সড়কটির নামকরণ সাইনবোর্ডে উল্লেখিত নামের ঠিকানার সাথে কাজের মিল পাওয়া যায়নি। জাহাঙ্গীরের বাড়ি থেকে মনি মিয়ার বাড়ি পর্যন্ত অর্ধেক কাজ করেই সমুদয় বিল পরিশোধ করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সরেজমিনে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, আমরা প্রতিবাদ করেছিলাম বলে অফিসাররা আমাদেরকে মামলার ভয় দেখিয়েছে।
কাজ সম্পূর্ণ না করেই বিল উত্তোলনের বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি প্যানেল চেয়ারম্যান সুরুজ বাঙ্গালী বলেন, আমার ৯৪ হাজার টাকা খরচ হয়েছে বরাদ্দ ছিল ১ লক্ষ ৭০ হাজার। এর বেশি জানতে চাইলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে কথা বলেন। আমি গত ১৮ জানুয়ারি সমূদয় বিল উত্তলন করেছি।
প্রতিবেদক- আরিফুর রহমান, শেরপুর।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...