Logo Logo

ফরিদপুরে ১০ দলীয় জোটের প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াবের লিফলেট বিতরণ


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াবের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (২৫ জানুয়ারি) বিকেলে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে এই কর্মসূচি পালিত হয়।

এদিন বিকেলে শহরের গোরস্থান মসজিদের পার্শ্ববর্তী এলাকা, আলিপুর মোড়সহ আশেপাশের বিভিন্ন এলাকায় জোটের নেতা-কর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় প্রার্থীর পক্ষে দাঁড়িয়ে সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করা হয়।

প্রচারণা চলাকালীন বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিমুক্ত ও সুশাসিত সমাজ গঠনের লক্ষ্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে প্রফেসর আবদুত তাওয়াবকে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তাঁরা এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় জোটের প্রার্থীদের গুরুত্ব তুলে ধরেন।

কর্মসূচিতে জোটের স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। প্রচারণাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...