বিজ্ঞাপন
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে এই কর্মসূচি পালিত হয়।
এদিন বিকেলে শহরের গোরস্থান মসজিদের পার্শ্ববর্তী এলাকা, আলিপুর মোড়সহ আশেপাশের বিভিন্ন এলাকায় জোটের নেতা-কর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় প্রার্থীর পক্ষে দাঁড়িয়ে সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করা হয়।
প্রচারণা চলাকালীন বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিমুক্ত ও সুশাসিত সমাজ গঠনের লক্ষ্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে প্রফেসর আবদুত তাওয়াবকে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তাঁরা এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় জোটের প্রার্থীদের গুরুত্ব তুলে ধরেন।
কর্মসূচিতে জোটের স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। প্রচারণাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...