Logo Logo

গোপালগঞ্জ-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী শুয়াইব ইব্রাহিমের পক্ষে গণ মিছিল


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০২ আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী শুয়াইব ইব্রাহিমের পক্ষে এক বিশাল গণমিছিল ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রবিবার (২৫ জানুয়ারি) বিকালে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ১০ দলীয় জোটের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

বিকালে জেলা শহরের গেটপাড়া এলাকা থেকে একটি বর্ণাঢ্য গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌরপার্কের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। মিছিলে জোটের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক রিকশা প্রতীকের ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। মিছিল শেষে মুক্তমঞ্চে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ১০ দলীয় জোটভুক্ত দল ‘বাংলাদেশ খেলাফত মজলিস’-এর মনোনীত প্রার্থী শুয়াইব ইব্রাহিম। তিনি তাঁর বক্তব্যে এলাকার উন্নয়ন এবং ইসলামি মূল্যবোধ সমুন্নত রাখার প্রতিশ্রুতি দেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির আজমল হোসাইন সরদার। তিনি বলেন, “দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে ১০ দলীয় জোটের কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনে রিকশা প্রতীকে ভোট দিয়ে শুয়াইব ইব্রাহিমকে জয়যুক্ত করার জন্য আমরা গোপালগঞ্জবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই।”

বক্তারা আরও বলেন, এবারের নির্বাচন দেশের ভাগ্য পরিবর্তনের লড়াই। সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় জোটের ঐক্যবদ্ধ শক্তি কাজ করে যাবে।

অনুষ্ঠানে ১০ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনী এই গণমিছিলকে কেন্দ্র করে পুরো শহর জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...