Logo Logo

নলছিটিতে যৌথবাহিনীর বিশেষ অভিযান, অস্ত্র ও মাদকসহ আটক ৪


Splash Image

ঝালকাঠির নলছিটিতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে নগদ অর্থ, একাধিক মোবাইল ফোন এবং দেশি ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


রোববার (২৫ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নলছিটিতে অবস্থিত সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর এবং সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন সাইয়ারের নেতৃত্বে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া গ্রামের মৃত আমির আলী সিকদারের ছেলে রাকিব সিকদার (৩৫), তিমিরকাঠি গ্রামের মো. জালালের ছেলে শিপন হোসেন (৩৭), মোহাম্মদ আলী তালুকদারের ছেলে সোহাগ তালুকদার (৩৭) এবং ভরতকাঠি গ্রামের মো. মোতাহার আলী সিকদারের ছেলে বশির সিকদার (৩৪)।

যৌথবাহিনী সূত্র জানায়, অভিযানে আটককৃতদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ২৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম বিদেশি তামাক, গাঁজা প্রস্তুতের বিভিন্ন সরঞ্জাম, একাধিক মোবাইল ফোন, তিনটি দেশি ও বিদেশি অস্ত্র, নগদ অর্থ, একটি ড্রাইভিং লাইসেন্স এবং ৮টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর বলেন, মাদক এবং তিনটি দেশি ও বিদেশি অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...