Logo Logo

সোনাগাজীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত


Splash Image

ফেনীর সোনাগাজীতে আর্তমানবতার সেবায় দিনব্যাপী এক বিশাল বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘নুর জাহান বেগম-এমআর খান ফাউন্ডেশন’-এর উদ্যোগে এবং বিশিষ্ট শিল্পপতি সিআইপি মেজবাহ উদ্দিন কিসলু খানের ব্যক্তিগত অর্থায়নে রবিবার (২৫ জানুয়ারি) সোনাগাজীর আবদুল আজিজ খান পাঠান বাড়ির সামনে এই চিকিৎসাসেবা প্রদান করা হয়।


বিজ্ঞাপন


দিনব্যাপী এই ক্যাম্পে সোনাগাজী ও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ২ হাজার ৫০০ জন রোগীকে চক্ষু সংক্রান্ত চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ১৩ জন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক এবং তাঁদের সহকারীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। আগত রোগীদের মধ্যে ২ হাজার ৩৫০ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে।

ক্যাম্পে আসা রোগীদের মধ্য থেকে চোখের জটিলতায় আক্রান্ত ১৫০ জন রোগীকে উন্নত অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৯ ফেব্রুয়ারি নির্বাচিত এই রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ সরবরাহ এবং সংগঠনের নিজস্ব খরচে আধুনিক প্রযুক্তিতে অপারেশন সম্পন্ন করা হবে।

শরীফ উদ্দিন খান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই চিকিৎসা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সোনাগাজী ক্লিনিকের স্বত্বাধিকারী ডা. মো. নুর উল্লাহ, সোনাগাজী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন, রফিকুল ইসলাম লাভলু খান, দাউদ খান এবং সমির খান প্রমুখ।

বক্তারা বলেন, মেজবাহ উদ্দিন কিসলু খানের এই মহতী উদ্যোগ অসহায় মানুষের জীবনে নতুন আশার সঞ্চার করেছে। আগামীতেও ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...