বিজ্ঞাপন
গত শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের এলাকা থেকে আবদুত তাওয়াবের সমর্থনে এক বিশাল গণমিছিল বের করা হয়। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়, আলিমুজ্জামান সেতু, র্যাফেলস ইনের মোড় ও ভাঙ্গা রাস্তার মোড় হয়ে গোয়ালচামট মডেল মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়। বিশাল এই মিছিলে অংশগ্রহণকারী নেতা-কর্মীদের ভিড়ে শহরের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রফেসর আবদুত তাওয়াব বলেন, “ফরিদপুর একটি প্রাচীন জেলা হওয়া সত্ত্বেও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে আজও বঞ্চিত। রাজনৈতিক টক্কর ও সদিচ্ছার অভাবে বিভাগ ও সিটি করপোরেশন গঠনের প্রক্রিয়া ঝুলে আছে।”
তিনি আরও অভিযোগ করেন, কৃষিনির্ভর এই জেলায় কৃষকদের কল্যাণে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং অবকাঠামোগত বৈষম্যের কারণে জেলার মানুষ পিছিয়ে পড়ছে।
বিজয় নিশ্চিত হলে ফরিদপুরে একটি নতুন ক্যান্টনমেন্ট স্থাপনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “জামায়াতে ইসলামীর নেতৃত্বে সরকার গঠিত হলে কৃষি, শিল্প ও নাগরিক সেবার মানোন্নয়ন করে ফরিদপুরকে একটি আধুনিক ও বৈষম্যমুক্ত উন্নত অঞ্চলে পরিণত করা হবে।”
গণমিছিলে জামায়াতে ইসলামীর স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতা-কর্মী এবং কয়েক হাজার সমর্থক অংশ নেন। তারা ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে স্লোগান দিয়ে এলাকা মুখরিত করে তোলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...