বিজ্ঞাপন
সোমবার (২৬ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেরুন নাহার। অনুষ্ঠানের উদ্বোধন করেন শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি মো. ওসমান গনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রহিম এবং শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের পরিদর্শক শুভঙ্কর রায়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক মো. সামছুদ্দিন মোল্যা, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মো. নুরুল আলম, প্রাক্তন সহকারী শিক্ষক মো. আব্দুল হালিম মোল্লা, শত্রুজিৎপুর আব্দুল গনি বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নন্দদুলাল দাস, কাজী একরামুল হক ও মো. সোহরাব হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আজিজ মোল্লা, শত্রুজিৎপুর নুরুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার মো. আখতার হোসেন এবং ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. মিরাজ হোসেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শনী উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এরপর বিভিন্ন ইভেন্টে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। বিদ্যালয়ের এমন ধারাবাহিক সাফল্য ও ঐতিহ্য ধরে রাখায় তিনি শিক্ষক-শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন।
প্রতিবেদক- মোঃ রাজিব হোসেন, মাগুরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...