Logo Logo

ফরিদপুরে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালিত


Splash Image

"টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি ও সুশাসন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সচেতন নাগরিক কমিটি ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শিপ্রা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংগঠনের সদস্য ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই উন্নয়নের জন্য জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এখন সময়ের দাবি। তাঁরা উল্লেখ করেন, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার প্রকৃতির ওপর বিরূপ প্রভাব ফেলছে, যা জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। তাই সুস্থ ও বাসযোগ্য পৃথিবীর স্বার্থে জীবাশ্ম জ্বালানিকে ‘না’ বলতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সনাক ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মনোয়ারা মোর্শেদী, পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ রেজাউল করিম এবং সনাক এরিয়া কোর্ডিনেটর গোলাম মোস্তফা প্রমুখ।

বক্তারা নবায়নযোগ্য জ্বালানির বিভিন্ন সুবিধা এবং দীর্ঘমেয়াদী ইতিবাচক দিকগুলো তুলে ধরে সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, সুশাসন নিশ্চিত করার মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি খাতকে আরও শক্তিশালী করতে পারলে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে।

মানববন্ধন শেষে একটি সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গ পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...