Logo Logo

আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : সেলিমুজ্জামান


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, "আমি এমপি হতে নয়, আপনাদের প্রতিনিধি হতে চাই। যদি ধানের শীষে ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দেন, তবে এই অঞ্চলের বেকারত্ব দূরীকরণ ও মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলব।"


বিজ্ঞাপন


রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় মুকসুদপুর উপজেলার জলিলপাড় ইউনিয়নের ফুলকুমারী গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্থানীয় ‘যুব সংঘ’ আয়োজিত সরস্বতী পূজার পদাবলী কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

সেলিমুজ্জামান সেলিম তাঁর বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, "আগামী নির্বাচন কাশিয়ানী-মুকসুদপুরের উন্নয়নের ভাগ্য নির্ধারণ করবে। আপনাদের ভোটে যদি জাতীয় সংসদে যেতে পারি, তবে আমি সবসময় আপনাদের সেবক হিসেবে পাশে থাকব। বিশেষ করে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং রাস্তাঘাটের উন্নয়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ।"

তিনি আরও বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি স্বাধীনতার স্বপক্ষের শক্তি। তাই এলাকার টেকসই উন্নয়নের স্বার্থে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রার্থীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, দিগনগর ইউপির সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটু, জেলা কৃষকদলের সভাপতি বদরুজ্জামান এজাজ, মুকসুদপুর উপজেলা বিএনপি নেতা রানা ঠাকুর এবং জলিলপাড় ইউনিয়নের ইউপি সদস্য সুমন মন্ডলসহ স্থানীয় নেতাকর্মীরা।

নির্বাচনী এই প্রচারণাকে কেন্দ্র করে গভীর রাত হওয়া সত্ত্বেও জলিলপাড় এলাকায় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...