Logo Logo

গোপালগঞ্জে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থীর নির্বাচনী ইস্তেহার


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে গোপালগঞ্জ-২ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি শুয়াইব ইবরাহীম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।


বিজ্ঞাপন


সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় শহরের বিসিক সংলগ্ন খেলাফত মজলিসের জেলা প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে মুফতি শুয়াইব ইবরাহীম তার নির্বাচনী ইশতেহারে শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, সুশাসন ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন

তিনি বলেন, গোপালগঞ্জ-২কে শিক্ষায় অগ্রগামী অঞ্চল হিসেবে গড়ে তুলতে প্রতিটি ইউনিয়নে স্কুল-কলেজ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, ভবন সংস্কার, আধুনিক শিক্ষা উপকরণ সরবরাহ এবং স্মার্ট ক্লাসরুম স্থাপন করা হবে। মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও আর্থিক সহায়তা তহবিল গঠন, আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং নারী শিক্ষার হার বাড়াতে নিরাপদ পরিবেশ ও উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। সাধারণ ও মাদ্রাসা শিক্ষার সমন্বিত মানোন্নয়নও তার অগ্রাধিকার।

কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধি

‘যুবকের হাতে কাজ, পরিবারের মুখে হাসি’—এই স্লোগানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আধুনিকায়ন, আইটি, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল ও গার্মেন্টস খাতে প্রশিক্ষণ সম্প্রসারণ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সুদমুক্ত ঋণ ও বিপণন সহায়তা, স্টার্টআপ তহবিল গঠন এবং নারীদের হোম-বেইজড কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ঘোষণা দেন প্রার্থী।

কৃষি উন্নয়ন

কৃষি খাতে সেচব্যবস্থা উন্নয়ন, খাল পুনঃখনন, আধুনিক কৃষিপণ্য সংরক্ষণাগার ও বিপণন ব্যবস্থার উন্নয়ন, ভেজালমুক্ত সার ও বীজ নিশ্চিতকরণ এবং কৃষিযন্ত্র ব্যবহারে প্রশিক্ষণের কথা জানান তিনি। কৃষকের উৎপাদন বাড়াতে এগ্রি এক্সটেনশন সাপোর্ট টিম গঠনের প্রতিশ্রুতিও দেন।

স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা জরুরি সেবা, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, কমিউনিটি ক্লিনিকে পর্যাপ্ত ওষুধ সরবরাহ, অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গড়ে তোলা এবং নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যের স্বাস্থ্যসেবা কার্ড চালুর অঙ্গীকার করেন তিনি।

অবকাঠামো ও জনসেবা

গ্রাম ও শহরের সড়ক, ব্রিজ-কালভার্ট, ড্রেনেজ উন্নয়ন, নিরাপদ পানি, বিদ্যুৎ ও ইন্টারনেট সুবিধা সম্প্রসারণ, বাজার, খেলার মাঠ, কমিউনিটি সেন্টার ও যুব কেন্দ্র নির্মাণ এবং পরিবেশবান্ধব টেকসই নগরায়ণ বাস্তবায়নের পরিকল্পনার কথা তুলে ধরেন।

সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন

ভূমি, কৃষি ও সামাজিক ভাতা সংক্রান্ত সেবা সহজ করতে ফ্রি অনলাইন জনসেবা ডেস্ক চালু, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়ন এবং নাগরিক মতামতভিত্তিক উন্নয়ন পরিকল্পনার ঘোষণা দেন তিনি।

সামাজিক সম্প্রীতি ও সহিংসতা প্রতিরোধ

গোপালগঞ্জ-২ এলাকায় দীর্ঘদিনের গোষ্ঠীগত দ্বন্দ্ব ও সহিংসতা বন্ধে ‘সম্প্রীতি ফোরাম’ গঠনের প্রস্তাব দেন মুফতি শুয়াইব ইবরাহীম। ইউনিয়নভিত্তিক সমঝোতা বোর্ড, শিক্ষা প্রতিষ্ঠানে সহনশীলতা বিষয়ক সচেতনতা কার্যক্রম, যুবসমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ এবং দ্রুত হস্তক্ষেপ ইউনিট গঠনের কথা জানান তিনি।

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা

তিনি বলেন, ইসলামের দৃষ্টিতে মুসলিম ও অমুসলিম নাগরিকের নিরাপত্তা সমান। গোপালগঞ্জ-২ এলাকায় বসবাসরত সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। উপাসনালয় ও সম্পত্তির নিরাপত্তা, ধর্মীয় উৎসবে পূর্ণ সহযোগিতা এবং বৈষম্যের অভিযোগ দ্রুত নিষ্পত্তির প্রতিশ্রুতিও দেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মুফতি মোরতাজা হসান, উপদেষ্টা মুফতি মাসউদুর রহমান, মাওলানা ওমর ফারুক, ১১ দলীয় নির্বাচনী ঐক্য গোপালগঞ্জ-২ আসনের সদস্য সচিব মুফতি আহমাদুল্লাহ, গোপালগঞ্জ জামায়াতে ইসলামী প্রচার ও মিডিয়া সম্পাদক অ্যাডভোকেট কাজী ইজহারুল ইসলাম, খেলাফত মজলিসের সহ-সভাপতি মুফতি আবুল ফাত্তাহসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

প্রতিবেদক- এ জেড আমিনুজ্জামান রিপন, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...