Logo Logo

বোয়ালমারীতে গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক


Splash Image

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে ১৭০ গ্রাম গাঁজাসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (২৫ জানুয়ারি) বোয়ালমারী আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়।

সেনা সূত্র জানায়, গত শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বোয়ালমারী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় থানা পুলিশের একটি যৌথ দল সক্রিয়ভাবে অংশ নেয়।

অভিযান চলাকালে মাদক বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে ইয়ামিন (২২), মুন্না (১৮), সাব্বির (২৬) ও শাহেদ (২১) নামে চার যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ১৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিদের রাতেই বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনা ক্যাম্প সূত্র আরও জানায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী 'জিরো টলারেন্স' নীতিতে কাজ করছে। বিশেষ করে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

যৌথ বাহিনীর এই ঝটিকা অভিযানকে স্বাগত জানিয়েছেন বোয়ালমারীর সাধারণ মানুষ। স্থানীয়দের মতে, নিয়মিত এমন অভিযান পরিচালিত হলে এলাকায় মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে।

বোয়ালমারী থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া তাদের আগের কোনো অপরাধমূলক রেকর্ড রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। অপরাধ দমনে সেনাবাহিনী ও পুলিশের এই যৌথ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...