Logo Logo

গোপালগঞ্জে ব্যবসায়ীর বাসায় সশস্ত্র হামলা ও লুটপাটের অভিযোগ


Splash Image

গোপালগঞ্জ শহরের পাবলিক হল রোড এলাকায় এক ব্যবসায়ীর নিজ বাসভবনে ঢুকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও লুটপাট চালিয়েছে একদল দুর্বৃত্ত।


বিজ্ঞাপন


রোববার (২৫ জানুয়ারি) দুপুরে সংঘটিত এই হামলায় ব্যবসায়ী আব্দুল্লাহ আল আমিন (রাসেল), তাঁর স্ত্রী ও তিন সন্তানসহ পরিবারের ৫ সদস্য আহত হয়েছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল্লাহ আল আমিন রাসেল আজ সোমবার দুপুরে জানান, রোববার দুপুর ১টার দিকে শহরের ১৭৫, পাবলিক হল রোডস্থ তাঁর নিজস্ব বাসভবনে ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র দল অতর্কিতে প্রবেশ করে। হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় বাধা দিতে গেলে রাসেল এবং তাঁর স্ত্রী সম্পা খানমকে গুরুতর আহত করা হয়। রেহাই পায়নি তাঁদের তিন শিশু সন্তানও; দুর্বৃত্তরা তাদের ওপরও শারীরিক নির্যাতন চালায়।

আক্রান্ত ব্যবসায়ী অভিযোগ করেন, হামলাকারীরা কেবল মারধরই করেনি, বরং বাসার আসবাবপত্র এবং মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী ব্যাপক ভাঙচুর করে। যাওয়ার সময় তারা আলমারিতে রক্ষিত স্বর্ণালংকার এবং নগদ ৩০ হাজার ৪০০ টাকা লুট করে নিয়ে যায়।

ঘটনার পর প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাসেলের অবস্থা বিবেচনায় তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। তাঁর স্ত্রী ও সন্তানদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

ব্যবসায়ী রাসেল জানান, হামলাকারীরা অপরিচিত হওয়ায় তিনি কাউকে চিনতে পারেননি। তবে চলে যাওয়ার সময় তারা চরম হুঁশিয়ারি দিয়ে যায় যে, এই ঘটনা কাউকে জানালে সপরিবারে দেশ ত্যাগ করতে হবে। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী এই পরিবার।

প্রতিবেদক- এ জেড আমিনুজ্জামান রিপন, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...