Logo Logo

শেরপুর-২ আসনের প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠিত


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে শেরপুর-২ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২৬ জানুয়ারী) দুপুরে নালিতাবাড়ীর তারাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার ও সরকারী রিটার্নিং অফিসারের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েম এর সঞ্চালনা, শেরপুর-২ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজ নিজ দলের ইশতেহার পাঠ করেন। বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরী, জামায়াতে ইসলামী দল দলীয় জোটের মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েশ এবং এবি পার্টি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা।

এ সময় প্রার্থীরা নালিতাবাড়ী ও নকলা উপজেলার উন্নয়ন পরিকল্পনা, জনকল্যাণমূলক কর্মসূচি এবং ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেন।

এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান এবং বিজিবির হাতিপাগার কোম্পানি কমান্ডার মোস্তাফিজুর রহমান। তাঁরা নির্বাচনী আচরণবিধি মেনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

ইশতেহার অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের ভোটার এবং প্রার্থীদের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...