Logo Logo

হাতিয়ায় তারেক রহমান

ষড়যন্ত্র রুখতে সজাগ থাকুন, ভোটের হিসাব কড়াই-গন্ডায় বুঝে নেবেন


Splash Image

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের ভোটের অধিকার ও কথা বলার স্বাধীনতা যারা কেড়ে নিয়েছিল, তারা আজ ক্ষমতা হারিয়ে পালিয়েছে। এখন যখন গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ এসেছে, তখন আবার নতুন একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই অশুভ শক্তির বিষয়ে দেশবাসীকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।


বিজ্ঞাপন


সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, “ভোটের দিন শুধু ভোট দিলেই হবে না, ভোটকেন্দ্রে থাকতে হবে। আপনাদের আমানত কেউ যাতে লুণ্ঠন করতে না পারে, সেজন্য ভোটের হিসাব কড়াই-গন্ডায় বুঝে নিয়ে তবেই ঘরে ফিরবেন।”

তিনি আরও বলেন, বাংলাদেশ আমাদের সকলের; সকল ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের এই দেশ গড়তে হবে। এই দেশই আমাদের প্রথম ও শেষ ঠিকানা।

হাতিয়ার দীর্ঘদিনের নদী ভাঙন সমস্যা ও বেড়িবাঁধের অভাব দূর করার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, “এর আগে এই এলাকার মানুষ অনেককে দেখেছে, কিন্তু তারা জনদুর্ভোগ লাঘবে কোনো কাজ করেনি। ইনশাআল্লাহ, বিএনপি সরকার গঠন করলে নদী ভাঙন রোধে কার্যকর ব্লক বাঁধ ও বেড়িবাঁধ নির্মাণসহ হাতিয়ার সকল সমস্যার স্থায়ী সমাধান করা হবে।” তিনি উন্নয়নের এই ধারা নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য জনগণের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ করেন।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমানের সমর্থনে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ উপজেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মী ও কয়েক হাজার সাধারণ সমর্থক।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে বিএনপি নেত্রী খালেদা জিয়ার ইন্তেকালের পর উদ্ভূত পরিস্থিতিতে তারেক রহমান গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করার ওপর জোর দিয়ে আসছেন। সন্ধ্যা নাগাদ বিপুল জনসমাগমের মধ্য দিয়ে এই নির্বাচনী জনসভা সফলভাবে সম্পন্ন হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...