Logo Logo

গোবিপ্রবিতে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত


Splash Image

শিক্ষার্থীদের গবেষণামুখী করে তোলার লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ‘বাংলাদেশ ইন গ্লোবাল পলিটিক্স: নেভিগেটিং পাওয়ার, সিকিউরিটি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক এক ব্যতিক্রমী পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এই অন্তঃবিভাগ প্রতিযোগিতার আয়োজন করে।

দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নিবন্ধিত ৫৯ জন শিক্ষার্থী মোট ২৯টি পোস্টার উপস্থাপন করেন। এতে প্রথম স্থান লাভ করেন সুরভী আক্তার ও আদনান সাকিব। দ্বিতীয় স্থান অর্জন করেন মোহনা হামিদ মুমু, জেমিমা আলম জুঁই ও আফিফাতুন জান্নাত। এছাড়া তৃতীয় স্থান লাভ করেন তাপসী রাবেয়া হায়দার, মো. মেহেদী হাসান ও সুস্মিতা দাস বর্ণা।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি মাহবুবা উদ্দিনের সভাপতিত্বে এবং শিক্ষার্থী সুমাইয়া হাসান মুনার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্ব রাজনীতিতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। নেভিগেটিং পাওয়ার, সিকিউরিটি এবং সাসটেইনেবল ডেভেলপমেন্ট—প্রতিটি বিষয়ই বাংলাদেশের সার্বিক উন্নয়নের সঙ্গে জড়িত। বিশ্ববিদ্যালয়ে সম্ভবত প্রথমবার এই ধরনের পোস্টার প্রেজেন্টেশন আয়োজন করা হয়েছে। আমি আশা করি, ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতা আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে আয়োজন করা হবে, যা শিক্ষার্থীদের একাডেমিক ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, “এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্টনেস প্রকাশ পেয়েছে। একটি বৃহৎ বিষয়কে সংক্ষেপে ও কার্যকরভাবে উপস্থাপনের যে সক্ষমতা শিক্ষার্থীরা অর্জন করেছে, তা তাদের কর্মজীবনে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও গবেষণার সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।”

অনুষ্ঠানে বিভাগের সহযোগী অধ্যাপক মো. বদরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। গবেষণার মানোন্নয়নে বিভাগের এমন উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক মহলে প্রশংসিত হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...