বিজ্ঞাপন
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও কৌশিক আহমেদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরে বলেন, "একটি সফল ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সরকার ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছে। প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।"
বক্তব্যকালে ইউএনও সংশ্লিষ্ট সকল বাহিনী এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রশাসনের কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, নির্বাচনের দিন ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য নিরাপত্তা বলয় জোরদার করা হচ্ছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিনি গোপালগঞ্জের সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেন।
নির্বাচনকালীন সময়ে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে কৌশিক আহমেদ বলেন, "পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা বিধান এবং অবাধ চলাচলে প্রশাসন যথাসাধ্য ভূমিকা পালন করবে। আমরা চাই আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি স্বচ্ছ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সহায়তা করবেন।"
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাস চন্দ্র সেন। এছাড়া স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিরা সভায় উপস্থিত থেকে নির্বাচনের বিভিন্ন কারিগরি ও মাঠ পর্যায়ের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করেন।
উপজেলা প্রশাসন জানায়, নির্বাচনকে সামনে রেখে পর্যায়ক্রমে অন্যান্য অংশীজনদের সঙ্গেও এ ধরনের সমন্বয় সভা অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...