বিজ্ঞাপন
নিহত প্রসেনজিৎ হালদার কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের শ্রীফলবাড়ি গ্রামের অসীম হালদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি শ্রীফলবাড়ি গ্রামের সুকান্ত গাইন তার শ্বশুরবাড়ি রাজৈর থানার কদমবাড়ী এলাকায় সরস্বতী পূজা উপলক্ষে বেড়াতে যান। এ সময় তার সঙ্গে প্রসেনজিৎ হালদারও ছিলেন। সেখানে কয়েকজন বন্ধুর সঙ্গে মিলে তারা মদ পান করেন। অতিরিক্ত চোলাই মদ পান করার পর প্রসেনজিৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন।
অভিযোগ রয়েছে, প্রসেনজিৎ অচেতন হয়ে পড়লেও সুকান্ত গাইন তাকে সেখানে ফেলে রেখে নিজ বাড়িতে ফিরে যান। পরদিন ২৪ জানুয়ারি কদমবাড়ী এলাকার এক গ্যারেজ মালিক তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত কদমবাড়ী স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রসেনজিৎ হালদারকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
—
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...