বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার আলফাডাঙ্গা থেকে বোয়ালমারীর দিকে আসার পথে বোয়ালমারী–সহস্রাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেট্রো-গ ২৩-৪১৪৮ নম্বরের একটি রেন্ট-এ-কার প্রাইভেট কার চালাচ্ছিলেন মোঃ রাশেদ মোল্লা (৪০)। তিনি কোতোয়ালী থানার হাট গোবিন্দপুর এলাকার মৃত তুরাব আলীর ছেলে।
ঘটনাস্থলে পৌঁছালে সামনে চলমান একটি আঁখ টানা গাড়ি ওভারটেক করার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা শিপন, তার স্ত্রী ও তাদের ছেলে আলিফ গুরুতর আহত হন।
আহতদের মধ্যে আলিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়। নিহত শিশুর মরদেহ এখনও ঢাকায় রয়েছে এবং পরিবারের কাছে পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে বলে জানা গেছে।
এ ঘটনায় পুলিশ প্রাইভেট কারচালক রাশেদ মোল্লাকে গ্রেপ্তার করেছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আলিফের পরিবার দ্রুত ও সুষ্ঠু বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
—
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...