Logo Logo

গোপালগঞ্জের উলপুর এলাকার ত্রাস অন্তর মোল্লা গ্রেপ্তার, ব্যবসায়ীদের মিষ্টি বিতরণ


Splash Image

ডানে চলছে মিষ্টি বিতরণ, বামে গ্রেপ্তারকৃত সন্ত্রাসী-চাঁদাবাজ অন্তর মোল্লা।

গোপালগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সদর উপজেলার উলপুর এলাকার কুখ্যাত চাঁদাবাজ ও ত্রাস হিসেবে পরিচিত অন্তর মোল্লাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


বুধবার (২৮ জানুয়ারি) সকালে এই খবর ছড়িয়ে পড়লে ভুক্তভোগী ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। স্বস্তি প্রকাশ করে উলপুর বাজারের ব্যবসায়ীরা এলাকায় মিষ্টি বিতরণ করেছেন।

গোপালগঞ্জ সদর থানার বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ বুধবার সকালে উপজেলার উলপুর ইউনিয়নের রাউতখামার গ্রাম থেকে অন্তর মোল্লাকে গ্রেপ্তার করে। সে ওই গ্রামের মিজান মোল্লার ছেলে। বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মোল্লা আফজাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর মোল্লা উলপুর বাজার ও আশপাশ এলাকায় একচ্ছত্র ত্রাসের রাজত্ব কায়েম করেন। ব্যবসায়ীদের ওপর শারীরিক নির্যাতন, নিয়মিত চাঁদাবাজি এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে তিনি এলাকাটিকে অশান্ত করে তুলেছিলেন।

উলপুর বাজারের ব্যবসায়ীরা জানান- “অন্তর মোল্লার অত্যাচারে আমরা ঠিকমতো ব্যবসা করতে পারছিলাম না। কয়েকদিন আগে তিনি এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণার গাড়িতে হামলা চালান। সে সময় কর্মীদের আটকে রেখে মারধর, গাড়ি ভাঙচুর এবং টাকা ছিনিয়ে নেওয়ার মতো ধৃষ্টতা দেখান তিনি। আজ তাঁর গ্রেপ্তারের মধ্য দিয়ে আমরা দীর্ঘদিনের আতঙ্ক থেকে মুক্তি পেলাম।”

গোপালগঞ্জ থানার এসআই আবুল কালাম জানান, গ্রেপ্তারকৃত অন্তর মোল্লা একজন পেশাদার অপরাধী। তিনি গোপালগঞ্জ থানা এবং ঢাকার যাত্রাবাড়ী থানার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ আরও জানায়, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির (ন্যাশনাল সিটিজেন পার্টি) সভাস্থলে হামলার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...