বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার রাতে হঠাৎ বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্র শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং আশপাশের মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সময় অনেকে আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
ঘটনার খবর পাওয়ার পরপরই গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহসহ পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার জানান, কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতে বিচারকের বাসভবন লক্ষ্য করে ককটেলটি নিক্ষেপ করে পালিয়ে যায়। ঘটনার পরপরই পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কে বা কারা, কী উদ্দেশ্যে বিচারকের বাসভবনে এই হামলা চালিয়েছে—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, অপরাধীদের শনাক্ত করতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন।
উল্লেখ্য, এর আগে গত সোমবার রাতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল ফটকের সামনে একই ধরনের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
প্রতিবেদক- মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...