Logo Logo

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু


Splash Image

দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকতে আবারও ঘটলো হৃদয়বিদারক ঘটনা। গোসলে নেমে স্রোতে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছেন এক বাবা ও তার পুত্র। সোমবার (৯ জুন) দুপুর ৩টার দিকে কলাতলী সৈকতের সায়মন বিচ পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতরা হলেন রাজশাহী থেকে আগত শাহীনুর রহমান (৬০) এবং তার ছেলে সিফাত (২০)।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করে বলেন, “বাবা-ছেলে সৈকতে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে যান। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।”

প্রত্যক্ষদর্শী ও লাইফগার্ড সিসিএফ সদস্য সাইফুল্লাহ সিফাত জানান, “তাদের ভেসে যেতে দেখে আমরা দ্রুত উদ্ধার অভিযান চালাই। হাসপাতালে নেওয়ার পর তারা অতিরিক্ত রক্ত বমি করতে থাকেন এবং এক পর্যায়ে মৃত্যু ঘটে।”

এই দুর্ঘটনায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা জানায়, সৈকতের এই অংশে স্রোতের প্রবাহ খুবই বিপজ্জনক এবং সতর্কতা সংকেত প্রায়ই উপেক্ষিত হয়।

বিশেষ করে সায়মন বিচ পয়েন্টে পর্যাপ্ত লাইফগার্ড না থাকায় বারবার ঘটছে এমন মর্মান্তিক ঘটনা।

উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগের দিন রোববার (৮ জুন) একই সৈকতে গোসলে নেমে আরও এক পর্যটকের মৃত্যু হয়। ফলে মাত্র ২৪ ঘণ্টায় তিনজন পর্যটক প্রাণ হারালেন কক্সবাজার সমুদ্র সৈকতে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...