Logo Logo

নীলফামারীতে সেনাবাহিনীর অভিযানে ১৪৭ বোতল ফেনসিডিলসহ আটক- ১


Splash Image

আটক মাদক ব্যবসায়ী আমিরুল ইসলাম।

নীলফামারীর চৌরঙ্গী মোড়ে সেনাবাহিনীর তল্লাশিচৌকিতে চালানো এক বিশেষ অভিযানে একটি মাইক্রোবাস থেকে ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


অভিযানে ঘটনাস্থল থেকেই আমিরুল ইসলাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। তিনি পঞ্চগড় জেলার ধাক্কামারা এলাকার আবদুল বারেকের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম চৌরঙ্গী মোড়ে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির অতিরিক্ত চাকার ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। মোট ১৪৭ বোতল ফেনসিডিল সেখান থেকে জব্দ করা হয়, যা ভারত থেকে চোরাইপথে এনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে।

অভিযান শেষে সেনাবাহিনীর সদস্যরা আটক আমিরুল ইসলাম ও উদ্ধারকৃত ফেনসিডিল নীলফামারী সদর থানায় হস্তান্তর করেন। এ বিষয়ে থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল আলম জানান, "আটকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।"

উল্লেখ্য, সীমান্তবর্তী জেলা হওয়ায় নীলফামারী ও পঞ্চগড় অঞ্চল দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তায় এসব অপরাধ কমলেও, মাদক ব্যবসায়ীরা নতুন নতুন কৌশল অবলম্বন করছে।

দেশজুড়ে মাদকের ভয়াল ছোবল থামাতে সেনাবাহিনীর এই ধরনের সক্রিয় তৎপরতা প্রশংসনীয়। তবে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদের অংশগ্রহণ ছাড়া মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব নয় বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।

প্রতিবেদক - সেলিম রেজা, নীলফামারী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...