তেলআবিবের একটি বাণিজ্যিক ভবনে ইরানের ক্ষেপাণাস্ত্র হামলা। ছবি : সিবিসি নিউজ
বিজ্ঞাপন
হিব্রু ভাষার একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত নারী ইরানের ছোড়া একটি মিসাইলের আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। আহতদের মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক হলেও বাকিরা শঙ্কামুক্ত বলে জানা গেছে।
ইসরায়েলি সামরিক সূত্র জানায়, তিন দফায় চালানো এই হামলায় ইরান শতাধিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে। এর কিছু মিসাইল সরাসরি তেলআবিবে আঘাত হানে। প্রথম দুই দফার হামলায় আহত হন ৪১ জন এবং তৃতীয় দফায় আরও সাতজন আহত হন।
যুক্তরাষ্ট্রের এক সামরিক সূত্র দাবি করেছে, ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের আগেই কিছু মিসাইল ভূপাতিত করে তাদের বাহিনী।
হামলার পরপরই ইরান জানিয়ে দেয়, যারা তাদের হামলা প্রতিহত করতে চেষ্টা করবে, তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। এমন হুঁশিয়ারি পরিপ্রেক্ষিতে আশঙ্কা করা হচ্ছে সংঘাত আরও তীব্র হতে পারে।
অন্যদিকে, আজ শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। বিমানবন্দরে দুটি ড্রোন বা মিসাইল আঘাত হানে বলে জানা গেছে। এতে ব্যাপক আগুন ধরে যায় এবং শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন জ্বলছিল।
এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানালেও উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...