Logo Logo

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ২, আহত বেড়ে ৬৩


Splash Image

ছবি : সংগৃহীত।

ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত দু’জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন মোট ৬৩ জন। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকারি স্বাস্থ্য সংস্থা মাগেন ডেভিড অ্যাডোম ও সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২।


বিজ্ঞাপন


মাগেন ডেভিড অ্যাডোম এক বিবৃতিতে জানায়, শুক্রবার দিবাগত রাতের শেষ প্রহরে মধ্য ইসরায়েলের রিশন লেজিওন এলাকায় একটি আবাসিক ভবনে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান এক ব্যক্তি, আহত হন আরও অন্তত ২০ জন। নিহত ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

রিশন লেজিয়নে হামলার কয়েক ঘণ্টা আগে তেল আবিবে আরেকটি ক্ষেপণাস্ত্র আঘাতে নিহত হন এক নারী। এই দুই হামলায় ইসরায়েলে প্রাণহানি হয়েছে দু’জনের।

শনিবার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এক প্রতিবেদনে জানায়, ইরানি হামলায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে। তাদের মধ্যে কমপক্ষে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, তেল আবিবের বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত প্রায় ৪০০ ফিলিস্তিনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জানা যায়, শুক্রবার ভোরে ইসরায়েলের চালানো বিমান হামলার পাল্টা প্রতিক্রিয়ায় সেদিন রাতেই ইরান দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেল আবিবসহ একাধিক শহরের দিকে। যদিও অধিকাংশ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ভূপাতিত করতে সক্ষম হয়েছে, কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

ইসরায়েলি দৈনিক হারেৎজ জানায়, এই হামলায় রামাত গান শহরের অন্তত ৯টি আবাসিক ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...