Logo Logo

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা

ইসরায়েলের ৩টি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত, দুই পাইলট আটক : ইরান


Splash Image

চলমান হামলা-পাল্টা হামলার প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি আরও একটি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে ইরান।


বিজ্ঞাপন


শনিবার দেশটির পশ্চিমাঞ্চলের আকাশে ইসরায়েলের যুদ্ধবিমানটি গুলি করে নামানো হয়েছে বলে জানায় ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন। তেহরান টাইমসের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তেহরান টাইমসের প্রতিবেদন অনুসারে, এটি ইসরায়েলের তৃতীয় এফ-৩৫ যুদ্ধবিমান, যা ইরানের সেনাবাহিনী ভূপাতিত করেছে। দেশটির সেনাবাহিনীর দাবি, ইরানে নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে যুদ্ধবিমানটি ধ্বংস করা হয়।

এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনী জানায়, “পশ্চিম ইরানের আকাশসীমায় ইসরায়েলের এফ-৩৫ যুদ্ধবিমানটি অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল। পরে আকাশ প্রতিরক্ষা ইউনিটের সদস্যরা তা শনাক্ত করে ভূপাতিত করেন। বিমানের পাইলটকে জীবিত আটক করা হয়েছে এবং বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

তেহরান টাইমস আরও জানায়, এর আগে ইরান যে দুটি এফ-৩৫ গুলি করে নামিয়েছে, সেগুলোর মধ্যে একটির পাইলট নিহত হয়েছেন এবং অপরজনকেও আটক করা হয়েছে। এর ফলে, ইরান দাবি করছে—এ পর্যন্ত তারা তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করেছে।

উল্লেখ্য, চলমান উত্তেজনার সূচনাপর্বে শুক্রবার ইসরায়েল তেহরানের বিভিন্ন সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা এবং আবাসিক ভবনে ব্যাপক বিমান হামলা চালায়। ইরানি গণমাধ্যমের দাবি, এসব হামলায় প্রায় ১০০ জনের বেশি বেসামরিক নাগরিক, সামরিক কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হন।

এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলি ভূখণ্ডে পাঁচ ধাপে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরানের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, এসব হামলায় ইসরায়েলের অন্তত ১৫০টি সামরিক ও গোয়েন্দা স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার দ্বিতীয় দিনের মতো ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় কামিকাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। সামরিক বিশ্লেষকদের ধারণা, আগামী কয়েক ঘণ্টার মধ্যে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান তার পাল্টা আঘাত জোরদার করতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...