Logo Logo

স্বামী-স্ত্রীর রহস্যজনক মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য


Splash Image

যশোরের শার্শা উপজেলার রঘুনাথপুর গ্রামে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহজনিত হত্যার পর আত্মহত্যা বলে ধারণা করা হলেও, ঘটনার প্রকৃত কারণ নিয়ে এলাকাজুড়ে নানা গুঞ্জন ও সন্দেহ দেখা দিয়েছে।

নিহতরা হলেন—রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মনিরুজ্জামান (৫২) ও তার স্ত্রী রেহানা খাতুন (৪৫)। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন সেই কলহ চরমে পৌঁছালে মনিরুজ্জামান তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন বলে সন্দেহ করা হচ্ছে। পরে তিনি বাড়ির সামনের একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ঘটনার সময় রেহানা খাতুনের মরদেহ বাড়ির পাশের ফাঁকা মাঠে পড়ে ছিল, আর মনিরুজ্জামানকে বাড়ির সামনের গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহের জেরে ঘটে যাওয়া একটি ট্র্যাজেডি বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই সঠিক ঘটনা জানা যাবে। এ বিষয়ে তদন্ত চলছে।”

এদিকে এই ঘটনা ঘিরে পুরো এলাকায় শোক ও রহস্যময় পরিবেশ বিরাজ করছে। অনেকেই সন্দেহ প্রকাশ করে বলছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে। পুলিশ জানিয়েছে, সব দিক বিবেচনায় তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

-আঃ জলিল, স্টাফ রিপোর্টার

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...