Logo Logo

একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৪৯ জন, মৃত্যু একজনের


Splash Image

গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৪৯ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও একজনের।


বিজ্ঞাপন


রোববার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে সর্বাধিক ১৩৪ জন ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৫ জন এবং ঢাকা উত্তর সিটিতে ৮ জন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ৮ জন, রাজশাহীতে ৫ জন, ময়মনসিংহে ৭ জন, রংপুরে ৩ জন এবং সিলেট বিভাগে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে, গত এক দিনে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২২২ জন ডেঙ্গু রোগী। চলতি বছর এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ৫ হাজার ২৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৯৮৮ জন। মৃত্যু হয়েছে মোট ৩০ জনের।

উল্লেখ্য, গত বছর (২০২৪ সালে) দেশে ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। এর আগের বছর, ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন ১ হাজার ৭০৫ জন, আর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বিশেষজ্ঞরা সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সিটি কর্পোরেশনগুলোকে মশা নিধন কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...