Logo Logo

মোসাদের সঙ্গে সম্পৃক্ত ৫৪ গুপ্তচরকে গ্রেপ্তারের দাবি ইরানের


Splash Image

গ্রাফিক্স : ভোরের বাণী।

ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।


বিজ্ঞাপন


শনিবার (২১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা ‘শত্রুর পক্ষ হয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট করার’ কাজে যুক্ত ছিলেন।

এ বিষয়ে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি যোগাযোগ থাকার প্রমাণ রাষ্ট্রপক্ষের হাতে রয়েছে বলে দাবি করা হয়েছে।

তেহরান সরকার এই গ্রেপ্তারকে ইসরায়েল-ইরান চলমান পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি করে ইসরায়েল সম্ভবত তেহরানের ওপর গোপনে চাপ সৃষ্টি করার কৌশল নিচ্ছে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি ও পরোক্ষ সামরিক উত্তেজনা বেড়ে চলেছে। এ অবস্থায় দেশটির ভেতরে এমন ধরপাকড়কে এক ধরনের ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ হিসেবেই দেখছেন তেহরানের নীতিনির্ধারকরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...