Logo Logo
স্বাস্থ্য

একদিনে রেকর্ড ৩৫২ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু আরও ১ জনের


Splash Image

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ নিয়েছে। চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চসংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন গত ২৪ ঘণ্টায়।


বিজ্ঞাপন


শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (২১ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি—১৬৭ জনই বরিশাল বিভাগের। চট্টগ্রাম বিভাগে ভর্তি হয়েছেন ৭৬ জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ১৫ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৩ জন, খুলনা বিভাগে ৮ জন এবং রাজশাহী বিভাগে ২৪ জন রোগী।

এদিকে, একদিনেই সারা দেশে ৪১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ৬ হাজার ৫১৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭ হাজার ৪২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩১ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। এ জন্য জনসচেতনতা এবং স্থানীয় প্রশাসনের তদারকি আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ