বিজ্ঞাপন
ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, রোববার (২২ জুন) দেশটির ভূখণ্ডের দিকে ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে।
আইডিএফ-এর বিবৃতিতে বলা হয়েছে, হুমকি মোকাবিলায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় রয়েছে। জনগণকে সতর্ক করে সুরক্ষিত স্থানে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে। জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার প্রতিক্রিয়া হিসেবে ধরা হচ্ছে। বিবিসির মধ্যপ্রাচ্য প্রতিনিধি হুগো বাছেগা এই তথ্য নিশ্চিত করেছেন।
জর্ডানের রাজধানী আম্মানেও ক্ষেপণাস্ত্র সতর্কতা হিসেবে আজ সকালে দু’বার সাইরেন বেজে ওঠে। বিবিসির আরেক প্রতিনিধি টম বেনেট জানান, এসব ক্ষেপণাস্ত্র সরাসরি জর্ডানকে লক্ষ্য করে ছোড়া হয়নি। তবে জর্ডানের সামরিক বাহিনী আশঙ্কা করেছিল, ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করতে পারে। সে কারণেই জর্ডানের বিমান বাহিনী কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
জর্ডানের আকাশ প্রতিরক্ষায় বাধাপ্রাপ্ত ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। একইসঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের আকাশপথে একাধিক ফ্লাইট বাতিল হয়েছে, যা এই সংঘাতের বহুমাত্রিক প্রভাবেরই প্রমাণ।
এদিকে এর আগে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় রাতের আঁধারে হামলা চালায় যুক্তরাষ্ট্র। দেশটির ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহানে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
এই হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি একে ‘গর্হিত’ আখ্যা দিয়ে বলেন, “ইরান তার সার্বভৌমত্ব রক্ষার জন্য সব বিকল্প সংরক্ষণ করছে।”
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, “আজ সকালের ঘটনাগুলো ভয়াবহ এবং এর পরিণতি চিরস্থায়ী হবে। জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রকে এই অত্যন্ত বিপদজনক, আইনহীন ও অপরাধমূলক আচরণের বিষয়ে সতর্ক হতে হবে।”
তিনি আরও বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একজন সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...