Logo Logo

ইসরায়েল-ইরান যুদ্ধ

ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় দিগ্বিদিক ছুটছে ইসরায়েলিরা


Splash Image

ইসরায়েলি সামরিক বাহিনীর উপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মধ্য ও দক্ষিণ ইসরায়েলসহ জেরুজালেম অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করেছে, যা আশপাশের জনগণকে আতঙ্কিত করেছে।


বিজ্ঞাপন


ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদে ছোড়া হচ্ছে। এ হামলার কারণে লেবানন সীমান্তবর্তী এলাকাগুলোতেও সাইরেন বাজতে দেখা গেছে, যা ইরানের সম্প্রসারিত আগ্রাসনের প্রমাণ দেয়।

জেরুজালেমের নেসেট পার্লামেন্টের আইনপ্রণেতারা সাইরেন বাজার পর নিরাপদ আশ্রয় কেন্দ্রে ছুটে গেছেন। ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের বোমা আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে নির্দেশ দেয়া হয়েছে।

আইডিএফ সতর্ক করেছে, আগামী সময় আরও ক্ষেপণাস্ত্র আঘাত হানার সম্ভাবনা রয়েছে। মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে সাইরেন বাজতে পারে যেকোনো মুহূর্তে, তাই সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...