Logo Logo
স্বাস্থ্য

একদিনে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯


Splash Image

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৪০৬টি নমুনা পরীক্ষায় ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন চট্টগ্রাম বিভাগের এবং একজন ঢাকা বিভাগের বাসিন্দা।


বিজ্ঞাপন


সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শনাক্ত ১৯ জনসহ দেশে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫১৮ জনে।

মারা যাওয়া তিনজনের মধ্যে একজন পুরুষ এবং দুইজন নারী। অধিদপ্তর জানায়, এই তিনজনই ষাটোর্ধ্ব বয়সের ছিলেন। চলতি বছর এখন পর্যন্ত করোনায় ৮ জন পুরুষ এবং ১১ জন নারী মৃত্যুবরণ করেছেন।

এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ৪ দশমিক ৬৮ শতাংশ।

উল্লেখ্য, দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ, তিনজনের দেহে। এরপর একই বছরের ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। পরবর্তীতে ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা