বিজ্ঞাপন
লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সোমবার দিনব্যাপী লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চূড়ান্ত পর্বের বিতর্কের বিষয় ছিল— "স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে।" প্রতিযোগিতাকে ঘিরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ আবদুর রব মাস্টার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম দুলাল। সভার প্রধান অতিথি ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ব্যক্তিগত লাভের আশায় নিজের দায়িত্ব ও কর্তব্য থেকে বিচ্যুত হয়ে অন্য কাউকে সুবিধা প্রদানই দুর্নীতি। এটি কেবল সরকারি অফিসেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের প্রতিটি স্তরে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। শুধু অভাব নয়, লোভ ও অতিরিক্ত ভোগের আকাঙ্ক্ষাই দুর্নীতির মূল উৎস।” তিনি আরও বলেন, “আজকের শিশুরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাই প্রত্যেককে স্বপ্ন দেখতে হবে— বড় হয়ে কী হতে চায়, আর সেই স্বপ্ন পূরণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।” তিনি সুন্দর ও শিক্ষণীয় একটি বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করায় দুর্নীতি প্রতিরোধ কমিটিকে ধন্যবাদ জানান।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোফাজ্জল হোসেন, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুমা খানম, সহকারী প্রধান শিক্ষক মো. ইয়াছিন, লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রতন চন্দ্র গাঙ্গুলী ও মো. রজ্জব আলী, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. সুমন, ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মো. মনির হোসেন, হামীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মইনুল হোসেন, বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা নাজমুন নাহার ও দিলরুবা বেগম আরজু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. জিয়াদ হোসেন এবং স্থানীয় সাংবাদিক মুশফিকুর রহমান ও নজরুল ইসলাম।
চূড়ান্ত পর্বে পক্ষে অংশগ্রহণ করে হামীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং বিপক্ষে অংশ নেয় লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগিতায় লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়। বিজয়ী দলটি পরে জেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
-রিয়াজ উদ্দিন