বিজ্ঞাপন
সোমবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার বৌবাজার এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার হরনী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট থেকে ২৮ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট নলচিরা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রাপথে স্পিডবোটটি বৌবাজার এলাকার কাছাকাছি পৌঁছালে হঠাৎ প্রবল স্রোতের কবলে পড়ে। এতে বোটের তলা ফেটে পানি ঢুকে পড়ে।
পরিস্থিতি বুঝতে পেরে চালক দ্রুত বোটটি একপাশে নিয়ে যান এবং যাত্রীদের নামিয়ে দেন। পরে স্থানীয়দের সহায়তায় সব যাত্রী সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।
এ বিষয়ে নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা জানান, ‘‘স্পিডবোটটি স্রোতের তোড়ে তলা ফেটে ডুবে যায়। তবে সকল যাত্রী নিরাপদে উদ্ধার হয়েছেন এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
-নোয়াখালী প্রতিনিধি, গিয়াস রনি।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...