ভিডিও থেকে নেওয়া এই ছবিতে দক্ষিণ ইসরায়েলের শহর বিয়ার শেভাতে ইরানের হামলার মুহূর্ত দেখা যাচ্ছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ জুন) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-কে “যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর জবাব দিতে এবং তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানি সরকারঘনিষ্ঠ লক্ষ্যে তীব্র হামলা চালাতে” নির্দেশ দিয়েছেন।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইরান থেকে উৎক্ষেপণ করা একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হুমকি প্রতিহত করার জন্য সক্রিয় রয়েছে বলেও জানানো হয়েছে। একই সঙ্গে ইসরায়েলি কর্তৃপক্ষ দেশটির নাগরিকদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলেছে।
তবে এসব ক্ষেপণাস্ত্র কোথায় আঘাত হেনেছে বা ক্ষয়ক্ষতির মাত্রা কী, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ইরানের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি।
অবশ্য এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, “ইসরায়েল যদি হামলা বন্ধ করে, তাহলেই ইরান প্রতিক্রিয়া বা পাল্টা হামলা বন্ধ রাখবে।” তার বক্তব্যে ইঙ্গিত মিলেছিল, ইরান যুদ্ধবিরতিতে সম্মত, তবে সেটি শর্তসাপেক্ষ।
অবশ্য ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করছে, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও ইরান হামলা চালিয়েছে, যা একটি সুস্পষ্ট চুক্তিভঙ্গ। এই অভিযোগের পর আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে আবারও সংশয় ও উত্তেজনা তৈরি হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...