Logo Logo

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি প্রত্যাখ্যান করেছে ইরান


Splash Image

যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর বরাতে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।


বিজ্ঞাপন


এর আগে ইসরায়েলি গণমাধ্যম দাবি করে, তাদের সামরিক বাহিনী ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। তবে ইরান ওই অভিযোগকে ‘ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে উড়িয়ে দিয়েছে।

এদিকে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে কড়া অবস্থান নিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনীকে তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত সরকারি লক্ষ্যবস্তুতে ‘তীব্র হামলা’ চালানোর নির্দেশ দিয়েছেন। প্রতিক্রিয়ায় ইরানের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, তারা কোনো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি এবং যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতিতেই অটল রয়েছে।

অবশ্য আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আশঙ্কা প্রকাশ করেছেন, এই ধরণের পাল্টাপাল্টি অভিযোগ ও হুমকি-ধমকির ফলে মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বেড়ে যেতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...