Logo Logo

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৩২৬


Splash Image

দেশে আবারও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৬ জন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত আরও ২ জনের মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে সর্বাধিক রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে, সেখানে ১১৮ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৬ জন, খুলনা বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, ময়মনসিংহে ৫ জন এবং সিলেট বিভাগে ১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে, একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩১৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৭ হাজার ৭৪৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৫ জুন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৮ হাজার ৮৭০ জন এবং মৃত্যু হয়েছে ৩৬ জনের।

প্রসঙ্গত, ২০২৪ সালে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হন এক লাখ এক হাজার ২১৪ জন। ওই বছর ডেঙ্গুতে মারা যান ৫৭৫ জন। তার আগের বছর ২০২৩ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারান রেকর্ড ১ হাজার ৭০৫ জন, এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। তাই এখনই স্থানীয় প্রশাসন ও জনসাধারণকে সজাগ থাকার পাশাপাশি, নিয়মিতভাবে পানি জমে থাকা জায়গা পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...