Logo Logo

নোয়াখালীতে কর্মশালায় মতামত

গ্রাম আদালত সক্রিয় হলে উচ্চ আদালতের চাপ কমবে


Splash Image


বিজ্ঞাপন


"গ্রাম আদালত যত বেশি কার্যকর হবে, ততই উচ্চ আদালতের মামলার চাপ কমবে।" — এমন অভিমত ব্যক্ত করেছেন প্রশাসনিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন অংশীজন। তাদের মতে, তৃণমূল পর্যায়ে গ্রাম আদালতকে কার্যকর করতে পারলে সাধারণ মানুষ ছোটখাটো পারিবারিক ও সামাজিক বিরোধ দ্রুত এবং কম খরচে নিষ্পত্তি করতে পারবে। এতে দেশের উচ্চ আদালতসমূহে মামলার জট অনেকটাই কমবে।

এই উপলক্ষে বুধবার (২৫ জুন) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় "গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা" শীর্ষক এক কর্মশালা।

কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক জালাল উদ্দীন, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।

অন্যান্য গুরুত্বপূর্ণ উপস্থিতদের মধ্যে ছিলেন:

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ ইয়াসিন

জেলা লিগ্যাল এইড অফিসার সাদিয়া খানম

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ উদ্দীন

কর্মশালায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, এবং স্থানীয় উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উন্মুক্ত আলোচনায় তারা গ্রাম আদালতের বাস্তব চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং জনপ্রিয় করতে করণীয় বিষয়ে মতামত দেন।

গ্রাম আদালতের এক বছরের চিত্র

কর্মশালায় ডিস্ট্রিক্ট ম্যানেজার আহসান উল্লাহ চৌধুরী মামুন প্রেজেন্টেশনের মাধ্যমে গত এক বছরে নোয়াখালী জেলার গ্রাম আদালতের কার্যক্রমের চিত্র তুলে ধরেন। এতে দেখা যায়, বহু সংখ্যক বিরোধ গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে, যা জনগণের মাঝে আস্থার প্রতীক হয়ে উঠছে।

-নোয়াখালী প্রতিনিধি,গিয়াস রনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...