Logo Logo

আশুরার ছুটির সঙ্গে মিলছে টানা তিন দিনের ছুটি


Splash Image

ছবি: সংগৃহীত

৬ জুলাই আশুরা, আগের দু’দিন সাপ্তাহিক ছুটি—চাকরিজীবীদের জন্য বিরল সুযোগ জুলাই মাসের শুরুতেই সরকারি-বেসরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা তিন দিনের ছুটি। কারণ পবিত্র আশুরা (১০ মহররম) পড়েছে রোববার, ৬ জুলাই।


বিজ্ঞাপন


এর আগে রয়েছে নিয়মিত সাপ্তাহিক ছুটি—শুক্রবার ও শনিবার (৪ ও ৫ জুলাই)। ফলে ৪ থেকে ৬ জুলাই পর্যন্ত মিলছে টানা ছুটির স্বস্তি।

ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির ঘোষণা

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা যাওয়ার পর ১০ মহররম, অর্থাৎ পবিত্র আশুরা এবার উদযাপিত হবে ৬ জুলাই, রোববার। এ দিনটি বাংলাদেশে সরকারি ছুটি হিসেবে নির্ধারিত রয়েছে।

পরিবার ও ভ্রমণের পরিকল্পনায় অনেকে

এই টানা ছুটিকে ঘিরে অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো কিংবা সংক্ষিপ্ত ভ্রমণের পরিকল্পনা করছেন। বিভিন্ন পর্যটন স্পট ও বাস-ট্রেন টিকিট বুকিং নিয়ে এরই মধ্যে সরবতা দেখা যাচ্ছে বলে জানিয়েছেন ভ্রমণসংশ্লিষ্টরা।

আশুরা ঘিরে নিরাপত্তা জোরদার

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শিয়া সম্প্রদায়ের আয়োজিত তাজিয়া মিছিল, মাতম ও ধর্মীয় আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

আশুরার তাৎপর্য: শোক, শিক্ষা ও আত্মত্যাগের বার্তা

আশুরা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি ইসলামের ইতিহাসে শোক, আত্মত্যাগ ও ন্যায়-অধিকারের এক অনন্য দৃষ্টান্ত। ১০ মহররম কারবালার প্রান্তরে ইমাম হুসাইন (রা.)-এর শহাদত মুসলিম উম্মাহকে আজও আন্দোলিত করে এবং সত্যের পথে অটল থাকার প্রেরণা দেয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...