Logo Logo
জাতীয়

৯ বছরেও সংস্কার হয়নি বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রিজ, দুর্ভোগে সাত গ্রামের মানুষ


Splash Image

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের খেতারচর এলাকায় প্রায় ৯ বছর আগে বন্যার কবলে একটি গুরুত্বপূর্ণ ব্রিজের এক পাশের মাটি ধসে পড়ে।


বিজ্ঞাপন


সেই থেকে আজ অবধি তা সংস্কার না হওয়ায় কয়েকটি গ্রামের হাজারো মানুষ প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

ব্রিজটির নিচ দিয়ে প্রবাহিত শিঙি ডোবা নদীর সংযোগ খালের উপর বর্তমানে একটি অস্থায়ী কাঠের সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে পারাপার করছেন আশপাশের খানপাড়া, মোল্লা পাড়া, থাঠারু পাড়া, মসজিদ পাড়া, উত্তর ও দক্ষিণ ধাতুয়াকান্দা এবং ঝালুরচর পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দারা।

এই ব্রিজের মাধ্যমে স্থানীয়রা যাতায়াত করে সাধুর পাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব কছর উদ্দিন দাখিল মাদ্রাসা, সাধুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ অফিস এবং উপস্বাস্থ্য কেন্দ্রে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটির অবস্থা এতটাই নাজুক যে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। বন্যায় ব্রিজের একপাশ ধসে যাওয়ায় কাঠের তৈরি একটি অস্থায়ী সাঁকোর উপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে পথচারীরা চলাফেরা করছেন। স্থানীয়দের মতে, এই কাঠের সাঁকো যে কোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। দিনে কোনোমতে চলাচল সম্ভব হলেও রাতের বেলায় এটি রীতিমতো বিপজ্জনক।

ব্রিজের এই করুণ অবস্থায় দীর্ঘদিন ধরে ভারী যানবাহন, সিএনজি, অটোরিকশা চলাচল বন্ধ। এতে করে শিক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীরা প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, “বছরের পর বছর ধরে আমরা এ দুর্ভোগ পোহাচ্ছি। কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ব্রিজটি এখন একেবারেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।”

স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর জোর দাবি—অবিলম্বে ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি পুনঃনির্মাণ করে তাদের চলাচলের ভোগান্তির অবসান ঘটানো হোক।

আরও পড়ুন

হাবিপ্রবিতে  দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
হাবিপ্রবিতে দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন