বিজ্ঞাপন
শনিবার (২৮ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে। এই বিভাগে নতুন করে ১৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্য বিভাগগুলোর মধ্যে চট্টগ্রামে ৪০ জন, ঢাকা বিভাগে (ঢাকা সিটির বাইরে) ১৮ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৮ জন, দক্ষিণ সিটিতে ৪০ জন, খুলনায় ৬ জন, ময়মনসিংহে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে, একই সময়ে সারা দেশে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২১৮ জন ডেঙ্গু রোগী। চলতি বছর এখন পর্যন্ত মোট ৮ হাজার ৩৮০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯ হাজার ৪৮৪ জন। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন ৪১ জন।
সরকারি স্বাস্থ্য সংস্থা এ অবস্থাকে উদ্বেগজনক হিসেবে দেখছে এবং নাগরিকদের মশক নিধনে আরও সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছে।